"ভালোবাসা"
"ভালোবাসা"
"ভালোবাসা"(Love) শব্দটা এক মধুর শব্দ তার অনুভূতি । এই অনুভূতি কাউকে ঠিক থাকতে দেয় না । হাজার চাইলেও তারা মন কে আটকে রাখতে পারে না । তখন একটুতেই রেগে যাওয়া একটুতেই খুশি হওয়া টা সাভাবিক ভাবেই দেখা দিয়ে থাকে, আর আমরা হয়তো এই ভালোবাসার ধারণা টা একেবারে আলাদা করে করে ফেলেছি সার্থ টাকে ভালোবাসা মধ্যে গুনে। আমি আমার মতে যেটা বুঝি সার্থ ছাড়া কিছুই সম্ভব নয় কিন্তু নিসার্থ ছাড়া ভালোবাসাও তার জন্য নয়। ঠিক ডুমুরের ফুলের মতো যে খেতে ভালোই লাগে কিন্তু সব সময় পাওয়া গেলে তো।
"ভালোবাসা"(Love) নিয়ে অনেক জনের অনেক মতামত থাকতে পারে সেটা নিয়ে বোলছি না আমার যেটা মনে হয় আমি সেটাই তোমাদের মধ্যে তুলে ধরি আর কি কারো কোনও রকম ভাবনা থাকলে শেয়ার করতে পারো ।
বানানের দিকে একটু নজর দিতে হবে। 😄
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Delete