নিষ্ঠাবাদী বাদী লেখক
Discuss About - Knowledge, Perfection, wisdom, truth Word, Good society's, Perfect Personality, Nature etc.and Positive & Negative Points on my points of view....🤟
" অনুভব" অনুভব আমাদের জীবনে অনেক প্রকার ভাবেই আশে যেটা আমরা অনেক ভাবেই প্রকাশ করি। কিন্তু এই অনুভব মানুষের জীবন টাও বদলে দেয় । এখানে রাগ আর ভালবাসার অনুভব টা নিয়ে বলব - "হে প্রিয় তুমি কি এমন অনুভব জাগালে যে তমাকে ছাড়া ভাল লাগে না কিছুতেই" "হে প্রিয় তুমি কেন চলে গেলে না বলে আমার জীবন থেকে বসে আছি তোমার আশায় মরে জাই এই অনুভবে"
"বিশেষতা" মানুষের জীবনে বিশেষতা এক বিরাট পরিবর্তন ঘটায় যা চাইলেও আমরা কারো কাছ থেকে ধারন করতে পারি না কিন্তু তা থেকে অনেক কিছুই শিক্ষতে পারি । আর এই বিশেষতা যত তারাতারি যার মধ্যে বিরাজমান হয় তত তারাতারি সেই মানুষ তার লক্ষে সাফল্য ঘটায় আর যা দেখে পৃথিবীর বেশির ভাগ মানুষ ঈর্শা করে থাকে ।
" প্রয়োজন" প্রয়োজন টা হলো এক বিশেষ সমস্যা, কারণ আমরা এই প্রয়োজন এর কথা ভেবে অনেক কিছুই চাহিদা মিটিয়ে থাকি আবার সেই চাহিদা টা না মিটলে সম্পর্ক ও খারাপ করে ফেলি । তাই চাহিদা আর প্রয়োজনের মধ্যে পার্থক্য টা চিনতে পারলে সম্পর্ক টা সুসম্পর্কে কাটবে আশা করি।
Comments
Post a Comment