Posts

"ভালোবাসা"

"ভালোবাসা"     " ভালোবাসা"(Love) শব্দটা এক মধুর শব্দ তার অনুভূতি । এই অনুভূতি কাউকে ঠিক থাকতে দেয় না । হাজার চাইলেও তারা মন কে আটকে রাখতে পারে না । তখন একটুতেই রেগে যাওয়া একটুতেই খুশি হওয়া টা সাভাবিক ভাবেই দেখা দিয়ে থাকে, আর আমরা হয়তো এই ভালোবাসার ধারণা টা একেবারে আলাদা করে করে ফেলেছি সার্থ টাকে ভালোবাসা মধ্যে গুনে। আমি আমার মতে যেটা বুঝি সার্থ ছাড়া কিছুই সম্ভব নয় কিন্তু নিসার্থ ছাড়া ভালোবাসাও তার জন্য নয়। ঠিক ডুমুরের ফুলের মতো যে খেতে ভালোই লাগে কিন্তু সব সময় পাওয়া গেলে তো।      "ভালোবাসা"(Love)  নিয়ে অনেক জনের অনেক মতামত থাকতে পারে সেটা নিয়ে বোলছি না আমার যেটা মনে হয় আমি সেটাই তোমাদের মধ্যে তুলে ধরি আর কি কারো কোনও রকম ভাবনা থাকলে শেয়ার করতে পারো ।

" অনুভব"

" অনুভব" অনুভব আমাদের জীবনে অনেক প্রকার ভাবেই আশে যেটা আমরা অনেক ভাবেই প্রকাশ করি। কিন্তু এই অনুভব মানুষের জীবন টাও বদলে দেয় । এখানে রাগ আর ভালবাসার অনুভব টা নিয়ে বলব -  "হে প্রিয় তুমি কি এমন অনুভব জাগালে যে তমাকে ছাড়া ভাল লাগে না কিছুতেই" "হে প্রিয় তুমি কেন চলে গেলে না বলে আমার জীবন থেকে বসে আছি তোমার আশায় মরে জাই এই অনুভবে"

"মোহনায় "

"মোহনায় " "যতই মিসি তোমার সাথে সিখছি সব ধিরে ধিরে  ধিরে ধিরে তুমি আসো এ জীবনে মিলব আমরা ওই মনের কোনে জীবনটা যে সুখের হয় তা নিয়ে ভাবিব দুজনে "

"পূর্ণতা "

 " পূর্ণতা "      এই জীবন চলার মাঝে হয়তো পূর্ণতার কথা টা আমাদের মনেই নেই । আমরা পুর্নতা সব সময় অন্যের উপরেই খুঁজতে থাকি কিন্তু আসলে কি দেখতে পাই না আসলে পূর্ণতার রূপ গুলো কেমন যেনো পাল্টে গেছে । আমরা সবার মধ্যে পুর্নতা খুঁজতে খুঁজতে হয়তো নিজের পূর্ণতার কথা টা একবারে ভুলে গেছি। আর পুর্নতা অন্যের মধ্যে না খুজে নিজেকে সেই পুর্নতা আবদ্ধ করার চেষ্টা করুন।

"প্রয়োজন"

  " প্রয়োজন"      প্রয়োজন টা হলো এক বিশেষ সমস্যা, কারণ আমরা এই প্রয়োজন এর কথা ভেবে অনেক কিছুই চাহিদা মিটিয়ে থাকি আবার সেই চাহিদা টা না মিটলে সম্পর্ক ও খারাপ করে ফেলি । তাই চাহিদা আর প্রয়োজনের মধ্যে পার্থক্য টা চিনতে পারলে সম্পর্ক টা সুসম্পর্কে কাটবে আশা করি।

"বিশেষতা"

  "বিশেষতা"     মানুষের জীবনে   বিশেষতা এক বিরাট পরিবর্তন ঘটায়  যা চাইলেও আমরা কারো কাছ থেকে ধারন করতে পারি না কিন্তু তা থেকে অনেক কিছুই শিক্ষতে পারি । আর এই বিশেষতা যত তারাতারি যার মধ্যে বিরাজমান হয় তত তারাতারি সেই মানুষ তার লক্ষে সাফল্য ঘটায় আর যা দেখে পৃথিবীর বেশির ভাগ মানুষ ঈর্শা করে থাকে ।