"পূর্ণতা "
" পূর্ণতা " এই জীবন চলার মাঝে হয়তো পূর্ণতার কথা টা আমাদের মনেই নেই । আমরা পুর্নতা সব সময় অন্যের উপরেই খুঁজতে থাকি কিন্তু আসলে কি দেখতে পাই না আসলে পূর্ণতার রূপ গুলো কেমন যেনো পাল্টে গেছে । আমরা সবার মধ্যে পুর্নতা খুঁজতে খুঁজতে হয়তো নিজের পূর্ণতার কথা টা একবারে ভুলে গেছি। আর পুর্নতা অন্যের মধ্যে না খুজে নিজেকে সেই পুর্নতা আবদ্ধ করার চেষ্টা করুন।