Posts

Showing posts from April, 2022

"পূর্ণতা "

 " পূর্ণতা "      এই জীবন চলার মাঝে হয়তো পূর্ণতার কথা টা আমাদের মনেই নেই । আমরা পুর্নতা সব সময় অন্যের উপরেই খুঁজতে থাকি কিন্তু আসলে কি দেখতে পাই না আসলে পূর্ণতার রূপ গুলো কেমন যেনো পাল্টে গেছে । আমরা সবার মধ্যে পুর্নতা খুঁজতে খুঁজতে হয়তো নিজের পূর্ণতার কথা টা একবারে ভুলে গেছি। আর পুর্নতা অন্যের মধ্যে না খুজে নিজেকে সেই পুর্নতা আবদ্ধ করার চেষ্টা করুন।

"প্রয়োজন"

  " প্রয়োজন"      প্রয়োজন টা হলো এক বিশেষ সমস্যা, কারণ আমরা এই প্রয়োজন এর কথা ভেবে অনেক কিছুই চাহিদা মিটিয়ে থাকি আবার সেই চাহিদা টা না মিটলে সম্পর্ক ও খারাপ করে ফেলি । তাই চাহিদা আর প্রয়োজনের মধ্যে পার্থক্য টা চিনতে পারলে সম্পর্ক টা সুসম্পর্কে কাটবে আশা করি।

"বিশেষতা"

  "বিশেষতা"     মানুষের জীবনে   বিশেষতা এক বিরাট পরিবর্তন ঘটায়  যা চাইলেও আমরা কারো কাছ থেকে ধারন করতে পারি না কিন্তু তা থেকে অনেক কিছুই শিক্ষতে পারি । আর এই বিশেষতা যত তারাতারি যার মধ্যে বিরাজমান হয় তত তারাতারি সেই মানুষ তার লক্ষে সাফল্য ঘটায় আর যা দেখে পৃথিবীর বেশির ভাগ মানুষ ঈর্শা করে থাকে ।